২০২২ এর ফল সেশনে নিজে নিজে আবেদন করে নিশ্চয় মন খারাপের খবর পেয়েছেন ; সেই কষ্টের কথা কাউকে বলতেও পারছেন না , আবার সইতেও পারছেন না ! না পারারই কথা ! আসলে সব বিষয়ে সবাই এক্সপার্ট হলে বিশ্ব থমকে যাবে | আমরা চাইবো আপনি ২০২৩ সালের উইন্টার সেশনের আবেদনে সেই ভুলটা আর পুনরায় করবেন না !
পুরো ফাইলটাকে নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন , দেখি কি করা যায় ? রিফিউজাল ফাইলকে এপ্রুভ করা চাট্টিখানি কথা নয় ! যাঁরা প্রথমবার রিফিউজ্ড হয়ে আমাদের কাছে দ্বিতীয়বার জমা দিয়ে ভিসা নিয়ে এখন কানাডায়, তারা নিশ্চয় এই পোস্ট দেখে আমাদেরকে মনে মনে একটা ধন্যবাদ অবশ্যই দিবেন | অনেকে অবশ্য এজেন্টের মাধ্যমে কানাডা এসেছেন বলতে খুব লজ্জা পান ; বন্ধু মহলে নিজের ওজন প্রেস্টিজ পাংচার হয়ে যায় ! আমরা অবশ্য সেগুলিকে কেয়ার করি না ! আমরা সাফল্যের পালক গুনতে পছন্দ করি | আপনি খুশি হলেই আমরা খুশি | আসলে হাসপাতালের প্রসব বেদনার সিরিয়াস অপারেশন শেষে ডাক্তারের নামটা কেউ মনে রাখে না | সবাই নতুন বেবী নিয়েই খুশি থাকে ! — শা অ্যাডমিন ম্যানেজার