প্রিয় ছাত্র-ছাত্রী ও সম্মানিত অভিভাবক ;
আপনার সন্তান কিংবা আপনি কি নিজে নিজে ট্রাই করে কানাডার বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে সেপ্টেম্বর ২০২২ ( ফল সেশন ) সেশনের অফার লেটার নিয়ে এসেছেন ? আপনি তো জানেন অনলাইনে ফাইল সাবমিশন করা এতো সহজ নয় | নির্দিষ্ট ফরম্যাটে ফাইল সাজানো ; পারফেক্ট স্টাডি প্ল্যান, সিভি , ফাইনান্সিয়াল এফিডেভিট , এডুকেশনাল ডকুমেন্টস সবকিছুকে একুরেট ওয়েতে অর্গানাইজ করে ভিসা অফিসারের মনিটর বরাবর প্রেজেন্টেশনের উপর নির্ভর করে আপনার ভিসার সফলতা | কারণ, কম্পিউটারের মাউসে স্ক্রল করে আপনার ডকুমেন্টস দেখেই একজন ভিসা অফিসারের যদি স্যাটিস্ফেকশন না আসে , তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ | এক গাদা ডকুমেন্টস আপলোড করলেই ভিসা অফিসার খুশিতে গদগদ হয়ে ভিসা দিয়ে দিবেন , এমনটা ভাবার কোনো কারণ নেই | কোন ডুকমেন্টের পর কোন ডকুমেন্টস দিতে হবে , সেটা খুব চিন্তা-ভাবনা করে আপলোড করলেই ভিসা পাওয়ার সম্ভাবনা একশতে একশো | এটুকু তথ্য জানার জন্যেই আপনি শা এসোসিয়েটস অফিসে আসবেন | অফিসে আসলেই যে ফাইল ওপেন করতে হবে, ব্যাপারটা এমন নয় | আমাদের এক্সপার্ট কনসালটেন্ট আপনাকে যে কোনো পরামর্শ প্রদানে আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ |
আমরা আপনার সার্বিক সফলতা কামনা করছি | তবে মনে রাখবেন, একটি সিলি মিস্টেক কিংবা ল্যাক অব ইনফরমেশন আপনার সমূহ সম্ভাবনাময় ফাইলটিকে রিফিউজ্ড করে দিতে পারে | অতএব, সাধু সাবধান | —- শা অ্যাডমিন ম্যানেজার
For details Please Call: 01755227766 ( via WhatsApp only )
01755227755 ( Direct Call )