ফারহান ইশতিয়াক হক অপলক। চোখে মুখে তারুণ্যের দীপ্তশিখা | ছোট ভাই নাহিয়ান ইশরাক হক আমাদের মাধ্যমেই কানাডা গিয়ে বড়ভাইকে ইন্সপায়ার করে আসছিলো, ” মাস্টার্স যদি করতে চাও, তাহলে কানাডতেই চলে এসো। দুই ভাই একসঙ্গেই থাকা হবে। ” সন্তানদের ভালো কিছু চিন্তা ও স্বপ্নের সাথে বুদ্ধিমান বাবা-মা সবসময় সাপোর্ট দিয়ে থাকেন; কারণ তাঁরা জানেন, তাদের সন্তানেরা কখনোই ভুল করবে না ! নাহিয়ান করেনি , ফারহানও করবে না। আর সেই চিন্তা থেকে ফারহান আমাদের ডাইনামিক অফিসার আল-আমিন স্যারের কাছে ফাইল জমা দিয়ে নিশ্চিন্তে বন্ধু-বান্ধবের সাথে আড্ডা , হৈ-হুল্লুড় ও ভবিষ্যতের পরিকল্পনায় মেতে উঠলেন। আন্ডারগ্রেডে ভালো সিজিপিএ , IELTS-এ ৮.০ ফারহানকে কিছুটা নির্ভরতায় পৌঁছে দিয়েছে। কানাডার ইউনিভার্সিটি অব উইন্ডসরে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং পড়তে ফারহান এখন কানাডার সুনীল আকাশে, ছোটভাই নাহিয়ানের সাথে। শা এসোসিয়েটসের প্রতি দুই ভাইয়ের এই বিশ্বাসকে আমরা হৃদয়ের অন্তস্থল থেকে জানাই ভালবাসা এবং ধন্যবাদ।
SA Associates | Embassy of the Global Citizen