আজ সাতই জুলাই , শা এসোসিয়েটসের ২৫-তম প্রতিষ্ঠাবার্ষিকী, রজত-জয়ন্তী | সময় নষ্ট করে অর্থের অপচয় করে মন্ত্রী-মিনিস্টার, নেতা-ফেতা ডেকে কোন অনুষ্ঠান আজ পর্যন্ত্য শা এসোসিয়েটস করেনি ; আগামীতেও করবে না | এর প্রধান কারণ, এই অফিস জার্নির শুরু থেকে আজ পর্যন্ত্য কোন মন্ত্রীর ভূমিকা নেই ; সরকারের কোন উচ্চপর্যায়ের কোন ব্যক্তির বিন্দুমাত্র কোন সাপোর্ট নেই ; এই অফিসের অনেক বিপদে আপদে কোন নেতার তিল পরিমান সুপারিশ টুপারিশ আমার কাজে লাগেনি | তাই, তাদেরকে ডেকে অহেতুক মিষ্টি মিষ্টি মনগড়া কথা শোনা , বা প্রোগ্রামের নামে কিছু টাকা নষ্ট করার আদৌ কোন দরকার আছে বলে আমি মনে করিনা ; করবো না |
আমার ছেলে অর্ণবের বয়স যখন এক বছর , তখন আমার মিসেস ছেলেকে সঙ্গে নিয়ে গিয়ে সেই হাতিরপুলের ইস্টার্ন প্লাজার কমার্শিয়াল বিল্ডিংয়ের সাততলায় সপ্তাহে ছয়দিন অফিস করা , বাসায় যাওয়া , সংসারের দেখভাল সব এক হাতেই করেছে ; সামলিয়েছে ক্লায়েন্টস ; ব্যাঙ্ক , হিসাব-নিকাশ | সাপোর্টিং স্টাফ ছিল দুইজন | মাত্র ১২০ স্কয়ারফীটের অফিস দিয়ে যাত্রা শুরু , ১৯৯৯ সালের কথা |
আজ ২০২৪, জুলাইর সাত তারিখ | ২৫ বছরের পথচলায় আপনাদের ভালবাসা ও সাপোর্টে শা এসোসিয়েটস এখন তার নিজস্ব স্থাপনায় | ২৫০০ স্কয়ার ফিটের অফিস | ঢাকা শহরের মধ্যে অন্যতম সুন্দর স্থাপনা, ভিক্টোরিয়ান স্টাইলিশ আর্কিটেকচারাল বিল্ডিং – এসএস প্রোপার্টিজে শা এসোসিয়েটস এখন দাঁড়িয়ে ; রূপ দিয়েছে নিজের স্বকীয়তা ও বৈশিষ্ট্যে | সবই সম্ভব হয়েছে আমাদের অগণিত ছাত্র-ছাত্রী ; তাঁদের সম্মানিত অভিভাবক ; আমাদের বিজনেস সহযোগী ; দেশি-বিদেশী কো-ওয়ার্কার ও সাপোর্টার এবং কিছু ভাললাগার ভালবাসার শুভাকাঙ্খীদের কারণেই |
আর সম্ভব হয়েছে শা এসোসিয়েটসের একদল নির্লোভ ; সৎ , মেধাবী ও সাহসী কর্মকর্তাদের জন্যে | যাঁরা তাঁদের প্রতিটি পদে পদবীতে স্বাক্ষর রেখেছে দক্ষতা ও অভিজ্ঞতার | একটি প্রতিষ্ঠান গড়ার পিছনে একজন নারীর অসম্ভব ক্ষমতা আমাদেরকে কুর্নিশ করে, ধন্যবাদের সঙ্গে সঙ্গে কৃতজ্ঞতায় ভরে তুলে প্রতিটা মুহূর্ত | আজ যদি উনি সেইসময় দৃঢ় হস্তে আত্মবিশ্বাসে একটা স্বপ্ন নিয়ে এই কষ্টটা ত্যাগ স্বীকার না করতেন ; তাহলে এই শা এসোসিয়েটসের লোগো ও প্যাড ব্যবহার করে যারাই আজকে আমেরিকা , কানাডা , জাপান ও মালয়েশিয়াতে বসবাস করছে; তাঁদের ঠাঁই হতো নিজ গ্রামে কৃষিকাজে কিংবা কোন ইলেট্রনিক কোম্পানির সেলসম্যান হিসেবে অথবা ফকিরাপুলের কোন রিক্রুটিং এজেন্সির অফিসে | এটাই সত্য |
যাঁরা এখনো বিশ্বাস ও ভালবাসা নিয়ে এই শা এসোসিয়েটসকে সার্ভিস দিয়ে যাচ্ছেন ; সবার প্রতি রইলো আমার অকুণ্ঠ ভালবাসা ও শুভেচ্ছা | আমি চাই, তোমরা সকলেই সততায় ও বিশ্বাসে এগিয়ে যাও; গড়ে নাও নিজের ক্যারিয়ার | ঈশ্বর তোমাদের মঙ্গল করুক | শুভ জন্মদিন শা এসোসিয়েটস |
—- সুপ্রিয় কুমার চক্রবর্তী, সিইও