L O A D I N G

অম্লান এখন University of Alberta -তে ব্যাচেলর অফ সাইন্স ইন ইঞ্জিনিয়ারিং করতে এখন এডমন্টনের সবুজ-ম্যাপেল লিফে ঢাকা রৌদ্রজ্জ্বল ক্যাম্পাসে।

অম্লান বোস। নারায়ণগঞ্জের এবিসি ইন্টারন্যাশনাল স্কুল থেকে ও’লেভেল এ’লেভেল করে অযথা সময় নষ্ট করতে নারাজ অম্লান। কানাডায় উচ্চ শিক্ষা নিতে গেলে যে IELTS-টা খুবই গুরুত্বপূর্ণ, সেটা ভালো করেই জানতেন; ভার্সিটির ওয়েবসাইট ঘেঁটে সব দেখেছেন ইংলিশ মিডিয়ামে পড়লেই যে IELTS মাফ, তা কিন্তু নয়! আমরা সবসময় IELTS-এর ব্যাপারে বলে থাকি যে, ইংলিশ টেরিটরি কোনো কান্ট্রিতে গেলে টোফেল অথবা আইএলটিএস খুবই ইম্পর্টেন্ট। এই IELTS করতেই অনেক ছাত্র-ছাত্রীদের যত মাথা-ব্যাথা! কেন? একটু কন্সেন্ট্রেশন দিলেই চারটা মডিউলে 6.5 এর উপরে স্কোর তোলা জাস্ট সময়ের ব্যাপার মাত্র। একটা ভালো ইংরেজি পেপার প্রতিদিন পড়তে হবে, HBO চ্যানেলে ভালো ভালো মুভি দেখতে হবে, তাদের কথাগুলির উচ্চারণ খেয়াল করতে হবে; একজন বন্ধুকে সামনে রেখে তার সাথে ইংরেজিতে সৌজন্য আলাপ করতে হবে; ইউটিউবে ielts-এর উপর শর্ট টেকনিক ভিডিওগুলো ফলো করতে হবে; প্রতিদিন তিন পাতা করে ইংরেজি লেখা লিখতে হবে! অম্লান সময়মতো স্কোর তুলে চলে এলো আমাদের কর্পোরেট অফিসের সিইও স্যারের কাছে। স্বপ্নের বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ আলবার্টাতে ব্যাচেলর অফ সাইন্স ইন ইঞ্জিনিয়ারিং করতে এখন এডমন্টনের সবুজ-ম্যাপেল লিফে ঢাকা রৌদ্রজ্জ্বল ক্যাম্পাসে। অম্লানদের জন্যই অপেক্ষা করে ইউনিভার্সিটি অফ আলবার্টার এডমিশন টিম, আর আমরাও অপেক্ষা করি অম্লানদের মতো ছাত্রদের জন্য।

Leave a Comment