সঞ্জয় ভট্টাচার্য্য | চট্টগ্রামের সুদর্শন যুবক | ২০১২ থেকে ২০২২ | দশ বছর জার্নির পরিসমাপ্তি | শা এসোসিয়েটসের ফাইনান্সিয়াল ম্যানেজার হিসেবে যোগ দিলেন | কাজের ফাঁকে ফাঁকে স্বপ্ন দেখলেন কানাডার ইমিগ্রেন্ট ভিসা নিয়ে সপরিবারে স্থায়ীভাবে সেটেল্ড হওয়ার | সিইওর সাথে শেয়ার করলেন পুরো বিষয় ! বসের গ্রিন সিগন্যাল পেয়ে শুরু হলো নতুন পথচলা | ২০১৯ সালে আলবার্টার নমিনেশন লেটার পেয়ে অপেক্ষার শুরু | এদিকে GT IELTS-এ 7.0 স্কোরের মেয়াদও প্রায় শেষ হবার পথে | শুরু হলো করোনার উৎপাত | দমে যাবার পাত্র নন সঞ্জয় স্যার | অপেক্ষা আর বিশ্বাসের শেষ হলো এ’বছরের মার্চে | এবার যাবার পালা | আজকে আলবার্টার এডমন্টনে ল্যান্ড করলেন সপরিবারে | আমরা স্যারকে খুব মিস করবো | স্যারের আবেগঘন বিদায় মুহূর্ত সকলের কাছে অনেক মেমোরিবল হয়ে থাকবে | ভালো থাকবেন সঞ্জয় স্যার | — শা অ্যাডমিন ম্যানেজার
SA Associates | Embassy of the Global Citizen