আমরা আজ আনন্দিত , আমরা গর্বিত | শিক্ষার প্রতি মায়ের এমন ভালবাসা দেখে | কে বলে ….বাংলাদেশ হেরে যাবে ? ইম্পসিবল ! যতদিন বাংলাদেশে সীমা সরকারের মতো মায়েরা থাকবেন ততদিন আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো , আমরা কথা বলতে পারবো বুক ফুলিয়ে | বিবিসির করা বিশ্বের ১০০ অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী নারীর তালিকায় স্থান পেয়েছেন সীমা সরকার। তাঁর ছেলে শারীরিক প্রতিবন্ধী হৃদয় সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। মায়ের কোলে উঠে ভর্তি পরীক্ষা দিতে বিশ্ববিদ্যালয়ে যান হৃদয়।
বিবিসির তালিকায় ৮১তম স্থানে রয়েছেন সীমা সরকার। বিশ্বের ৬০টি দেশের ১৫ থেকে ৯৪ বছর বয়সী বিভিন্ন ক্ষেত্রে প্রেরণাদায়ী ও প্রভাবশালী নারীদের নিয়ে এই তালিকা তৈরি করা হয়েছে। আজ সোমবার বিবিসি অনলাইনে ওই প্রতিবেদন প্রকাশিত হয়।
শা এসোসিয়েটস এর পুরো টিম স্যালুট ও অভিবাদন জানাতে চায় মা সীমা সরকারকে ….আপনি আমাদের সশ্রদ্ধ নমস্কার গ্রহণ করুন | আপনার ছেলে হৃদয় ছুঁয়েছে আমাদের সকলের হৃদয় | —- সুপ্রিয় কুমার চক্রবর্তী , সিইও , শা এসোসিয়েটস