L O A D I N G

নর্থ সাউথ ইউনিভার্সিটির চৌকষ দুই ছাত্র, আমাদের কাছে অতি আদরের পাত্র!

ছবিতে বা’থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটির চৌকষ দুই ছাত্র মোহাম্মদ নুরুজ্জামান, শামিক সেন; সর্ব ডানে আমাদের কর্পোরেট অফিসের ডাইনামিক অফিসার মোহাম্মদ আল-আমিন স্যার। সম্প্রতি এক সম্মেলনে আল-আমিন স্যার কানাডায় যাওয়ার খবর পেয়ে দুজনেই ছুটে আসেন দেখা করতে। আড্ডায় উঠে আসে কানাডায় আসার স্বপ্ন পূরণের গল্প। আমরা আমাদের পাঠানো ছাত্র-ছাত্রীদের কাছে বেশী কিছু চাইনা, শুধু চাই তাঁরা আমাদের মনে রাখুক, ভালবাসুক। EEE-থেকে গ্র্যাজুয়েশন শেষ করে নুরুজ্জামান এন্ড সৌমিক ভাইয়ের লক্ষ্যই ছিল কানাডায় পিজিডি করে তারপর মাস্টার্স করবেন। টরোন্টোর হাম্বার কলেজে পিজিডি শেষ করে দুজনেই আজ ফুল-টাইম ওয়ার্ক পার্মিট নিয়ে এখন অপেক্ষা পার্মানেন্ট রেসিডেন্সীর জন্য আবেদন করা। সেটাও সহসাই সম্ভব হয়ে যাবে, সময়ের ব্যাপার মাত্র। জীবনের লক্ষ্য ঠিক থাকলে সিঁড়ি বেয়ে উপরে উঠা খুব একটা চ্যালেঞ্জ নয়; কথা হচ্ছে এই অভিযাত্রায় আপনি কাকে কাকে সঙ্গী করেছেন। শা এসোসিয়েটসের আল-আমিন স্যার নিশ্চয় এই অভিযানের ক্যাপ্টেন! মোহাম্মদ নুরুজ্জামান এবং শামিক ভাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Leave a Comment