L O A D I N G

ডাঃ নুসরাত জাহান , একজন চিকিৎসকের স্বপ্ন উড়ানের গল্প !

বাংলাদেশের অন্যতম সম্মানজনক পেশা চিকিৎসক | লেখাপড়া ও দীর্ঘ সময়ের | তারপর ইন্টার্নী | এক কথায়…দম ফেলার ফুসরত নেই | একজন ভালো ডাক্তার হতে গেলে ল্যাবরেটরি , হাসপাতালের রোগী , থিসিস , অনলাইন জার্নাল , অভিজ্ঞ প্রফেসর সব জায়গায় বিচরণ করতে হবে , সময় দিতে হবে |

আমাদের দেশে একটা কথা আছে….যে রাঁধে, সে চুল ও বাঁধে ! ডাঃ: নুসরাত ম্যাডামের বেলায় ও তাই ! ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS শেষ করেই চাকুরী নিলেন ইসলামিয়া ব্যাঙ্ক হসপিটালে ম্যাডিকেল অফিসার হিসেবে | সময় পেলেই বাংলার ঐতিহ্য সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজেকে সাজাতে পছন্দ করেন | ছাত্র জীবনে বেঁচে থাকা মানেই শুধু চোখ বুজে নাক গুঁজে পড়াশোনা নয় , এর বাইরেও মানুষের একটা আলাদা জগৎ আছে ! সেখানেই সে খুঁজে পায় নিজের সত্তা , ভালোলাগার প্রতিটি উপাদান ! স্বপ্ন দেখে নতুন ভুবনের , গড়ে তুলে তাঁর নিজস্ব গোল্ডেন তাজমহল |

ডাঃ: জাহান মাস্টার্স করতে বেছে নিলেন কানাডাকে | অনলাইনে সার্চ দিয়ে খুঁজে নিলেন শা এসোসিয়েটসের সিনিয়র কনসালটেন্ট মো: আল-আমিন স্যারকে ! কানাডার ইউনিভার্সিটি অফ উইন্ডসরে ম্যাডিকেল বায়োটেকনোলজির উপর মাস্টার্স করতে ম্যাডাম জাহান এখন কানাডায় ! কানাডার অপরূপ নৈসর্গিক সৌন্দর্য্যে মিশে যাক ম্যাডামের প্রকৃতি ছোঁয়া নান্দনিক মুখশ্রী | —

Leave a Comment