L O A D I N G

ছেলের পড়াশোনার খবর নিতে সেই সুদূর কানাডার রাজধানী অটোয়াতে ছুঁটে গেছেন এই পিতামাতা |

ধন্যবাদ জনাব সুদীপ হোসাইন এন্ড ফারজানা হোসাইন | ছেলের পড়াশোনার খবর নিতে সেই সুদূর কানাডার রাজধানী অটোয়াতে ছুঁটে গেছেন এই পিতামাতা | জনাব সুদীপ এন্ড ম্যাডাম ফারজানার কৃতি সন্তান ফাহাদ হোসাইনকে নিয়ে আমরা ইতিমধ্যে পোস্ট দিয়েছি | যে এখন ইউনিভার্সিটি অব অটোয়াতে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চশিক্ষা নিচ্ছে | ছেলের প্রতি দায়িত্ববোধ ও ভালবাসা থেকে বাবা-মায়ের এই কর্তব্যকে আমরা সাধুবাদ জানাই | আমাদের মাধ্যমে যাওয়া অধিকাংশ স্টুডেন্টসদের পিতা-মাতাকে আমরা এই সার্ভিস দিতে পেরে আনন্দিত বোধ করছি | সময়ের অভাবে ও ব্যস্ততায় সবাইকে নিয়ে পোস্ট দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় ; অনেকে আবার পোস্ট দিতে আগ্রহীও নন | আমরা সকলের ব্যক্তিগত ইচ্ছাকে অনেক গুরত্ব এবং সন্মান দিয়ে থাকি | প্রতি বছর প্রায় তিনশ ছাত্র-ছাত্রী আমাদের মাধ্যমে শুধু কানাডাতেই গমন করেন | সেইসকল ছাত্র-ছাত্রীদের পিতামাতার সত্যিকারের মনের প্রতিচ্ছবি যেন এই ছবি | শুভ বড়দিনের প্রাক্কালে মা-বাবার এই বিশাল উদার বড় মনকে শা টিম জানায় গ্রেট স্যালুট ||

Leave a Comment