L O A D I N G

কার্লটন ইউনিভার্সিটিতে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে আন্ডারগ্রাড করতে মোসাদ্দেক এখন কানাডায়!!

মোসাদ্দেক উদ্দিন আহমেদ , ডাকনাম মাহিম | আমাদের অফিসে সকলের প্রিয় একজন স্টুডেন্ট | তার কারণ , মাহিম আমাদের সবাইকে অনেকবার তাদের নিজস্ব ফার্মের গন্ধ লেবু , সবজি ; নরসিংদীর প্রসিদ্ধ মিষ্টি , দই উপহার দিয়েছে ; যা আমাদেরকে কাজের ফাঁকে অনেক প্রাণসঞ্চার জুগিয়েছে | আমাদের সিইও স্যার তাকে আশ্বস্ত করেছেন , কানাডা তোমার যাওয়া হবেই | IELTS-এ স্কোর ৭.০, চমৎকার স্টাডি প্ল্যান , কার্লটন ইউনিভার্সিটিতে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে আন্ডারগ্রাড করার অফার লেটার , স্ট্রং ফাইনাসিয়াল সাপোর্ট , সোশ্যাল টাইস সবকিছু অতি দক্ষতার সঙ্গে উপস্থাপন করে সিইও স্যার প্রমান করেছেন …. কথা দিয়ে কথা রাখা শা এসোসিয়েটসের কাজ || ধন্যবাদ আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ , নরসিংদী |

মাহিম এখন তার স্বপ্নের দেশে যাওয়ার জন্যে প্রস্তুত | এই পথচলায় মাহিমের ব্যবহার , তার পিতামাতার আন্তরিকতা , আমাদের প্রতি আস্থা ও বিশ্বাস সবাইকে মুগ্ধ করেছে | আমরা চাইবো, এই ভদ্রতা নম্রতা ও পারিবারিক শিক্ষা মাহিম জীবনের চলার পথে সবসময় মনে রাখবে ও প্রতিপালন করবে | আমরা প্রায়শই লক্ষ্য করি — কিছু ছাত্র-ছাত্রী কানাডা নেমেই নিজেকে অতি পন্ডিত ও জ্ঞানী ভাবা শুরু করেন | ভুলে যান , তার এই জার্নির পিছনে একটি এজেন্সির মুখ্য ভূমিকার কথা | আপনারা আমাদেরকে ভুলে যান, সমস্যা নাই ; কিন্তু আমরা ভুলবো না ||

নরসিংদীর অনেকের ক্রাশ মাহিমকে মিস করবে পুরো শহর !! — শা অ্যাডমিন ম্যানেজার

সিইও স্যারের সঙ্গে কথা বলতে ও নেক্সট ইনটেক স্প্রিং-২০২২ ( মে সেশন ) সেশনে ফাইল জমা দিতে এক্ষুনি যোগাযোগ করুন : 01755227766 ( via WhatsApp only ) OR আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস পাঠান [email protected] এই ইমেইল আইডিতে |

Leave a Comment