L O A D I N G

কানাডার কনকর্ডিয়া ইউনিভার্সিটিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে নতুন জীবন গড়ার প্রত্যয়ে রিফাদুল হক এরিক !

আবারো মাস্টারমাইন্ড!
রিফাদুল হক এরিক, মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল থেকে ও’লেভেল এ’লেভেল শেষ করে ক্যারিয়ারে নতুন মাস্টার প্ল্যান নিয়ে হাজির শা এসোসিয়েটস অফিসে। কিছু ছাত্র আছে, যারা এসে আমাদেরকে সোজা-সাপ্টা বলে “কোথায় পড়লে কি বিষয় নিয়ে পড়লে ওই দেশের গভর্মেন্ট লেখাপড়া শেষে উইলিংলি আমাকে রাখার জন্য প্রস্তাব করবে, সেই দেশে পড়তে চাই”। আমাদের ভিসা কনসালটেন্ট বাপন সাহা স্যারের কাছে যে তথ্যের ভান্ডারআছে, কানাডার অনেক লয়ার ও বোধহয় এতো কিছু জানেন কিনা সন্দেহ!! আমরা যা বলি, জেনে-শুনে বলি। কানাডায় ভ্রমণ করে ওই দেশের লোকাল পিপলদের সাথে মিশে, কথা বলে আমাদের ধারণা একশো পার্সেন্ট সত্য। রিফাদের স্বপ্ন পূরণে বাপন স্যার কানাডার কনকর্ডিয়া ইউনিভার্সিটিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চশিক্ষার পরামর্শ দিলেন। রিফাদ সেই পরামর্শ নিয়েই নতুন জীবন গড়ার প্রত্যয়ে এখন কানাডার মন্ট্রিয়লে।

আমরা একটা একটা করে স্বপ্নের তারা আকাশে বুনি, এজন্যই শা এসোসিয়েটসের আকাশ এতো উজ্জ্বল দেখায়। বাপন স্যারের কাছে নেক্সট ফল সেশনের ফাইল (September 2019) জমা দিতে এক্ষুনি অনলাইনে এপয়েন্টমেন্ট বুক করুন। তার আগে আমাদের অফিসিয়াল ব্লগটা একটু ঢুঁ মেরে আসুন।

Leave a Comment