L O A D I N G

ওপেন ওয়ার্ক পার্মিট ক্যাটাগরিতে নর্থ সাউথেরই স্টুডেন্ট সানজিদা ম্যাডামের ভিসা উপহার দিয়েছে , এই সুন্দর মুখশ্রীর অনবদ্য ছবি ।

🇨🇦 ওপেন ওয়ার্ক পার্মিট ভিসা

আমাদের অফিসে দুটি প্রিয় মুখ ! রিফাত এন্ড সানজিদা ! নর্থ সাউথের স্টুডেন্টসরা এমনিতেই যথেষ্ট ভদ্র , রুচিশীল, অমায়িক ব্যবহারের অধিকারী হয় । এটা আমাদের এনালাইসিস । অন্যরা অবজেকশন দিলে কিছু করার নেই । তবে এটা নিঃসংকোচে জোরগলায় বলতে পারে শা এসোসিয়েটস যে, প্রাইভেট ইউনিভার্সিটির প্রত্যেকটি স্টুডেন্টস যথেষ্ট সমঝদার , আপটুডেট ও কম্প্রোমাইজিং মাইন্ডের হয় ।। তাদের দিকদর্শন অনেক সুদূরপ্রসারী । নর্থ সাউথে পড়ার সময়ই কেমিস্ট্রিটা জমেছিলো সানজিদা ও রিফাতের । আর সেটা সত্যি সত্যি সফলও হয়েছে । রিফাত আমাদের মাধ্যমে কানাডার থমসন রিভার্স ইউনিভার্সিটিতে এমবিএ করতে যাওয়ার সময়ই বলে গিয়েছিলো , সানজিদাকে ছাড়া এক মাসের বেশী থাকা সম্ভব নয় ।। আমরা কথা রেখেছি । ওপেন ওয়ার্ক পার্মিট ক্যাটাগরিতে নর্থ সাউথেরই স্টুডেন্ট সানজিদা ম্যাডামের ভিসা উপহার দিয়েছে , এই সুন্দর মুখশ্রীর অনবদ্য ছবি । সিইও স্যারের সংস্পর্শে আসা মানেই স্বপ্নের সিঁড়িতে পা রাখা !! — শা অ্যাডমিন ম্যানেজার

আমাদের সাথে যোগাযোগের জন্য কন্ট্যাক্ট করুন অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে।
 হোয়াটসঅ্যাপ নম্বর: +880 1755227755

Leave a Comment