L O A D I N G

এইসব দুইদিনের যোগী নব্য কন্সাল্টেন্টদের সংস্পর্শ থেকে এক হাজার হাত দূরে থাকুন ।

BE CAREFUL : সতর্ক হউন , সাবধান থাকুন |

ইদানিং আমরা খুব মজা ও হাসির সাথে লক্ষ্য করছি যে , কানাডায় পা ফেলেই কিছু ব্যক্তি রাতারাতি কনসালটেন্ট হয়ে যান | ফেসবুকে লাইভে এসে গুছিয়ে গুছিয়ে কিছু ইংলিশ কিছু বাংলার সংমিশ্রণ ঘটিয়ে মিষ্টি মিষ্টি পরামর্শ দেন | একটা সাইড ইনকামের ধান্দা !! উনাদের কথা-বার্তায় মনে হয় , কানাডার ভিসা পাশের গলির দোকানের এনার্জি বিস্কিট ! দোকানে যাবেন, টাকা দিবেন , কিনে নিয়ে আসবেন || একজন প্রফেশনাল ব্যক্তির ক্যারিয়ার নিয়ে কাজ করা , তাঁর পুরো পরিবারকে ইমিগ্রেন্ট ভিসা করিয়ে দেওয়া কি ছেলের হাতের মোয়া ? একজন মেধাবী স্টুডেন্টসকে তাঁর পছন্দের ইউনিভার্সিটিতে তাঁর প্রিয় সাবজেক্টে ভর্তি করানো, তারপর ভিসা করিয়ে পরিবারের মুখে হাসি ফুটানো কি এতোই সহজ ? হ্যাঁ, সহজ তাদের জন্যেই | যাদের চাল-চুলা , আগা-মাথা ক্যারিয়ারের কোনো লেজ-বডি কিচ্ছু নেই | তাদের জন্যই ঐসব ব্যক্তিগণ , যারা মিষ্টি মিষ্টি শর্টকাট একটা রাস্তা বাতলে দিয়ে বলবে, আপনি ঢাকায় আমার অফিসের একজন ভদ্রলোকের কাছে গিয়ে টাকা দিয়ে আসুন , আমি বাকিটা দেখছি ! কানাডার প্রাইম মিনিস্টার আমার বন্ধু ! ভিসা পেলেন বলে…..!! লাগেজ রেডি করুন !!

আমরা স্পষ্ট করে একটা কথাই বলবো …এইসব দুইদিনের যোগী নব্য কন্সাল্টেন্টদের সংস্পর্শ থেকে এক হাজার হাত দূরে থাকুন | অযথা নিজের ব্যক্তিগত তথ্য যার-তাঁর ইমেইলে পাঠাবেন না | সামনে মহা বিপদে পড়ে যাবেন | পড়ে না পারবেন কানাডা যেতে , দেখা যাবে আপনার ডকুমেন্টস দিয়ে আরেকজন কানাডা ঢুকে গেছে | এটাও একটা চক্র , মাথায় রাখবেন | শা এসোসিয়েটসের কথা বাসি হলেই ফলে , দীর্ঘ বাইশ বছর ধরে এই পেশায় টিকে থেকে কত যে নমুনা ধান্দা চালাকি ফাঁকিবাজি দেখলাম, সেটা নিয়ে একটা বই লিখলে বেস্টসেলার বুক হিসেবে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাবে , এখন দেখছি তাই করতে হবে | যাই হউক , সাবধান করার করে দিলাম , বাকিটা আপনাদের সিদ্ধান্ত !!— শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment