L O A D I N G

“আমাদের কাছে তারাই তারকা ………ফোর হিরো- চার নায়ক !”

এ’প্রজন্মের স্টুডেন্টদেরকে নিয়ে আমি খুব আশাবাদী | অযথা বাড়তি কথা বলা, নিজেকে অতিমাত্রায় এক্সপোজ করা, কোনো কিছু না জেনে তর্ক করা এখনকার জেনারেশনের ছেলে-মেয়েরা কখনই করে না ! একজন ক্যারিয়ার কনসাল্টেন্ট হিসেবে আমার কাছে সবসময় মনে হয়েছে…..তারা সঠিক দিক নির্দেশনাটা চায়, সুন্দর একটা ভবিষ্যত গঠনের লক্ষ্যে তারা একটা প্রপার সত্যিকারের গাইড লাইন চায় …..এর বেশি কিছু না | দেশের প্রতি তাদের কতটা যে আবেগ, ভালোবাসা ও মায়া আছে….সেটা তাদের ফেসবুক প্রোফাইল ঢুঁ মারলেই বোঝা যায় | ঘড়ির কাটারমতো ছবির উপর থেকে প্রথমে সন্দীপ সাহা জয় ( নটরডেম কলেজের স্টুডেন্ট, ভর্তি এন্ড ভিসা পেয়েছে ফর ইউনিভার্সিটি অফ আলবার্টা ), তারপর আমার সাথে যার ছবি, সে হলো স্বাক্ষর পোদ্দার ( নারায়ণগঞ্জের ABC International School-এর ছাত্র , ভর্তি এবং ভিসা হয়েছে ফর ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া ); তারপর অম্লান বোস ( নারায়ণগঞ্জের এ.বি.সি ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র , ভর্তি এন্ড ভিসা হয়েছে ফর ইউনিভার্সিটি অফ আলবার্টা ) ; সবশেষে বিশাল বিশ্বাস ( খুলনা মিলিটারি কলেজিয়েটের ছাত্র , ভর্তি এবং ভিসা হয়েছে ফর ইউনিভার্সিটি অফ রেজিনা ) — আমি যখনই তাদের সাথে বসে কথা বলতাম, আমি অনেক আগ্রহ নিয়ে তাদের ভাবনা , চিন্তা গুলু উপলব্ধি করতাম ! নিজের ক্যারিয়ার গঠনের জন্য বাবা-মা কে ছেড়ে চার বছরের জন্য কানাডার মতো এতো দূরে একটা দেশে গিয়ে থাকা, পড়া, খাওয়া-দাওয়া করা …এতো সোজা কথা নয় !!! সব কিছুতেই তাদের একটাই কথা ” স্যার, আগে মানুষের মতো মানুষ হতে হবে, দেশের জন্য কিছু করতে চাই || “

আমার খুব ইচ্ছে করে সন্দীপ, স্বাক্ষর , অম্লান কিংবা বিশাল হয়ে যাই |

— সুপ্রিয় কুমার চক্রবর্তী , সি.ই.ও , শা এসোসিয়েটস
[ শা এসোসিয়েটস এর সার্ভিস নেবার জন্য সকলকে আমার হৃদয় থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা ]

Leave a Comment