L O A D I N G

আপনি কি ব্লগ বা ফোরামের মেম্বার ?

আপনি যদি সত্যি সত্যি কোনো ব্লগ বা ফোরামের মেম্বার হয়ে থাকেন……তাহলে দয়া করে আপনার ভিসা সংক্রান্ত কোনো তথ্য ঐসব অদৃশ্য ব্লগ বা ফোরামের মেম্বারদের কাছে শেয়ার করবেন না | যেমন, কি কি শেয়ার করবেন না ? প্রথম- পাসপোর্ট এর কপি, তারপর – কোনো রকম এডুকেশন পেপার, স্টাডি প্ল্যান , ইউনিভার্সিটির অফার লেটার , রিফিউজাল লেটার এর কপি, IELTS বা টোফেল এর কপি, আপনার পরিবারের কারো ব্যাংকের স্টেটমেন্ট অথবা সার্টিফিকেট, স্পন্সরের ব্যক্তিগত তথ্য ইত্যাদি | আপনি কি ওই ফোরামের অ্যাডমিন ম্যানেজার অথবা কোনো মেম্বারকে কি সরাসরি দেখেছেন কখনো ? তার আদ্যোপান্ত জানেন ? তাহলে কেন কি জন্য কিসের আশায় কোন ভরসায় তার তথাকথিত পরামর্শের জন্য তার নিজস্ব তৈরী করা পেজ-এ আপনার মূল্যবান তথ্য ও ডকুমেন্ট শেয়ার করবেন ?? বেশি জানার চেষ্টা করবেন না …….যতটুকু জানবেন, নিজের গন্ডির মধ্যে থেকেই জানার চেষ্টা করুন | কে জানে …মুখোশের আড়ালে লুকিয়ে থাকা লোকটি আপনার-ই পরিচিত কোনো বন্ধু অথবা কোনো আত্মীয়স্বজন …যে আপনার সকল তথ্য নিয়ে আপনার ক্ষতি করার অপেক্ষায় !!!! অতএব, সাধু সাবধান !

Leave a Comment