L O A D I N G

Did you get Visa?

যারা ইতিমধ্যে কানাডায় গেছেন, রয়েছেন বা পড়াশোনা করছেন, তারা তো জানেনই সেখানকার হালহকিকত। কিন্তু যারা জানুয়ারী সেশনে যাবেন বলে পরামর্শ ও প্রস্তুতি নিচ্ছেন শা এসোসিয়েটস এর সাহায্য নিয়ে,কিছু তথ্য আজ থাকছে শুধু আপনাদের জন্যই।
কানাডায় পড়াশোনা করে সে দেশের ডিগ্রী অর্জন করলে আপনি কিন্তু ওখানেই নিজের কেরিয়ার নিয়ে ভাবতে পারেন। হ্যাঁ, সুযোগের দরজা কিন্তু অনেক,চাইলে পাকাপাকি ভাবে থেকেও যেতে পারেন চাকরি নিয়ে।বিশ্বাস হচ্ছে না? সত্যি,কিন্তু আপনি যদি গ্র্যাজুয়েশন করে থাকেন আপনাকে অবশ্যি করতে হবে পোস্ট গ্র্যাজুয়েশন বা পিএইচডি। গ্র্যাজুয়েশন শেষ হওয়ার ৯০ দিনের মধ্যেই Work Permit এর জন্য আবেদন করলে পোস্ট গ্র্যাজুয়েশন এর সময়ে ৩ বছর পর্যন্ত পেয়ে যেতে পারেন প্রাথমিক ভাবে Work Permit. ততদিনে আপনার স্বপ্নের কেরিয়ার গড়তে আপনাকে শুধুই করতে হবে পরিশ্রম আর সাফল্য নিশ্চিত।
কিন্তু এসবের আগে জরুরি ব্যাপার হল,কানাডার ভিসা পাওয়া। তবে তো পড়াশোনা, তারপর চাকরী। সে মুশকিল আসান তো আপনাদের জানাই আছে,তার নাম ‘শা এসোসিয়েটস’। পরামর্শ নিন আমাদের অভিজ্ঞ ভিসা কনসালটেন্টের, আমরা আছি আপনার স্বপ্ন পূরনে।

Leave a Comment