L O A D I N G

হাবিব ইভা অনামিকা …..শা এর কাছে তারকা

কিছু ছবির মূল্যই আলাদা, গুরুত্ব অনেক ! আমাদের তিনজন কৃতি স্টুডেন্ট যখন একই দিনে একই ফ্লাইট-এ টরোন্টোর উদ্দেশ্যে যাত্রা করে হাসি মুখে সেলফি তুলেন…..আমাদের কাছে এই দৃশ্য অনেক আনন্দের , অনেক খুশির ! বা’থেকে অনামিকা চৌধুরী , ব্র্যাক ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এ গ্র্যাজুয়েশন শেষ করে কানাডার টপ রাঙ্কিং বিশ্ববিদ্যালয় ওয়াটারলু ইউনিভার্সিটিতে মাস্টার্স অব ইঞ্জিনিয়ারিং-এ ভর্তি এন্ড ভিসা পেতে খুব একটা কষ্ট হয়নি অনামিকার, কারণ একটাই – ভালো ছাত্র-ছাত্রীরা চাইলেই সব পারে , এটাই সত্যি | বা’থেকে দ্বিতীয় মিসেস সামিনা ইসলাম ইভাকে নিয়ে ইতিপূর্বে পোস্ট দেওয়া হয়েছে ( ৩১ শে অগাস্ট ) ; সবশেষে মোহাম্মদ হাবিবুর রহমান , পরিচয় পর্বের প্রথমেই জানিয়ে রাখছি উনি মিসেস ইভার লাইফ পার্টনার; হাবিব ভাই আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজির স্টুডেন্ট ; উনি ও কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কৃতি গ্রাজুয়েট | উনার পছন্দের বিশ্ববিদ্যালয় কুইবেকের কনকর্ডিয়া ইউনিভার্সিটি ! মাস্টার্স অব ইঞ্জিনিয়ারিং-এ ভর্তি এন্ড ভিসা সবকিছুই ছিল আমাদের পরিকল্পনা মতো !
শা এসোসিয়েটস-এর চৌকষ সিনিয়র কনসালটেন্ট মোহাম্মদ আল-আমিন স্যার জানেন, কোন ছাত্র-ছাত্রীর জন্য কি সার্ভিস দিতে হবে, কিভাবে দিতে হবে | সাফল্যের পাল্লা এমনি এমনি ভারী হয় না, সেইজন্য চাই সঠিক দিক নির্দেশনা, অভিজ্ঞতার পুরু প্রেজেন্টেশন ও সময়ের কাজ সময়ে শেষ করা |

সুতরাং, এমন গ্যারান্টেড সার্ভিস পেয়ে মিস অনামিকা , মিসেস ইভা এবং হাবিব ভাই একসাথে বিমানে বসে এতো খুশির একটা হাসির ছবি আমাদের সাথে শেয়ার করতেই পারেন ! তিনজনকেই আমাদের শা পরিবারের পক্ষ থেকে প্রানঢালা শুভেচ্ছা ও ভালোবাসা !— শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment