L O A D I N G

স্বপ্ন দেখলেই কি হবে ? স্বপ্ন বাস্তবায়নে চাই সঠিক গাইডলাইন ও সঠিক নির্বাচন|

মো: নুরুজ্জামান ……নর্থ সাউথ ইউনিভার্সিটির EEE ফ্যাকাল্টির জিনিয়াস স্টুডেন্ট | অনার্স করার পর প্রত্যেক ছাত্রের স্বপ্ন মাস্টার্স করতেই হবে | কারণ, ভালো চাকুরী , বিদেশে মাইগ্রেশন সব কিছু নির্ভর করে মাস্টার্স ডিগ্রীর উপর | স্বপ্ন দেখলেই কি হবে ? স্বপ্ন বাস্তবায়নে চাই কারো সহযোগিতা , পরামর্শ ও সঠিক গাইডলাইন |

গত পাঁচবছরে নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রায় একশ তরুণ মেধাবী ছাত্র-ছাত্রীর ভিসা যে ফার্ম করে দিয়েছে ……সেই ফার্মে তো নুরুজ্জামানকে আসতেই হবে | নুরুজ্জামান সোজা চলে এলেন আমাদের অফিসে , কথা বললেন সিনিয়র কনসালটেন্ট মো. আল-আমিন সাহেবের সাথে | কানাডার কনকর্ডিয়া ইউনিভার্সিটিতে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং-এ পড়ার চান্স পেয়ে গেলেন | ভিসা পেয়ে ও ইউনিভার্সিটির ক্লাসে এটেন্ড করে নুরুজ্জামান ভাই এ’ধরণের ছবি তুলতেই পারেন | আমরা এ’রকম আরো একশ নুরুজ্জামানের ভিসা করতে চাই | দেশ ও দশের কল্যানে আসুক আমাদের সকল প্রতিভাবান সন্তানেরা |

নুরুজ্জামান ভাইকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা ..সৌজন্যে — শা এসোসিয়েটস

 

Leave a Comment