L O A D I N G

সতর্কীকরণ বিজ্ঞপ্তি : কানাডায় স্টুডেন্ট ভিসা করে দেবার নামকরে কিছু প্রতিষ্ঠান যা ইচ্ছে তাই করে যাচ্ছে

সতর্কীকরণ বিজ্ঞপ্তি : কানাডায় স্টুডেন্ট ভিসা করে দেবার নামকরে কিছু প্রতিষ্ঠান যা ইচ্ছে তাই করে যাচ্ছে , বলে যাচ্ছে | আমাদের কোমলমতি ছাত্র-ছাত্রীদের স্বপ্ন ও আশাকে পুঁজি করে ঐসব ফার্মের মালিক, কর্মকর্তা , তথাকথিত কনসালটেন্ট নামধারী কিছু ব্যক্তি প্রতারণা করার সর্বোচ্চ সীমা অতিক্রম করছে , যা আমাদের নজরে এসেছে | মিথ্যা আশ্বাস ও ভুয়া তথ্যের মধ্যে রয়েছে IELTS ছাড়া ভিসা, ব্যাঙ্ক সাপোর্ট , অনার্স করার পর ডিপ্লোমা কোর্সে ভিসা , ESL ( English for Second Language ) এর জন্য অফার লেটার, যে কেউ স্পনসর হতে পারবে, মাত্র পনেরো দিনে ভিসা, ফুল ফান্ডিং ইত্যাদি !! কানাডার ভিসা যদি এতোই সহজ হতো …তাহলে আর কেউ মালয়েশিয়া যেত না | সকল ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবকদের উদ্দেশে আমরা একটা কথাই বলতে চাই………ভালো করে স্বপ্নের বিশ্ববিদ্যালয় কিংবা কলেজের ওয়েবসাইট পড়ুন, হাই কমিশনের ওয়েবসাইট পড়ুন, কানাডার শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অথরাইজড কন্সাল্ট্যান্ট এর সাথে কথা বলুন | প্রয়োজনে দু-চার লাইনের ইমেইল করুন , উত্তর পেয়ে যাবেন | উপরুক্ত ঐসব প্রতিষ্ঠান ও ব্যক্তিদের কাছ থেকে আপনি যে তথ্যটা পাবেন ….মনে রাখবেন ওটাই হচ্ছে আপনার স্বপ্ন পুরুণের একমাত্র বিশ্বস্ত জায়গা ও ভরসার স্থল | দুষ্ট লোকের মিষ্ট কথায় তুষ্ট হয়ে পরে কাজ না হলে রুষ্ট হবেন না ! ক্ষতি যা হবার আপনারই হবে……..ঐসব সাইনবোর্ডধারী নামসর্বস্ব লোকগুলোকে আপনি ঢাকা শহরে কোথাও খুঁজেও পাবেন না | এমনকি আপনি তাদের কিছুই করতে পারবেন না | অতএব, সস্তা কথা ও ফ্রি সার্ভিসের পিছনে না দৌড়ে সঠিক জায়গায় যান, সঠিক লোকের সাথে কথা বলুন ! কানাডায় উচ্চ শিক্ষা কিংবা , ওয়ার্ক পার্মিট ভিসা; ইমিগ্র্যান্ট ভিসা অথবা ভিজিট ভিসা যে ভিসাই হউক না কেন …….খুব সাবধানে সতর্কতার সাথে সত্যের সাথে কাজ করুন | আমরা আপনাকে যে কোনো পরামর্শ দিতে প্রস্তুত |

Leave a Comment