L O A D I N G

যেখানেই তারুণ্য, সেখানেই শা এসোসিয়েটস |

এক ঝাঁক তারুণ্যের পদচারণায় মুখরিত সেনেকা কলেজ ( Seneca College )

বাঁ থেকে শহিদুল হাসান, আদনান চৌধুরী, মোহাইমিনুল চৌধুরী , মশিউর রহমান রনি , জুনাইদ আহমেদ এন্ড সর্বশেষ আশিক রুস্মত ঋত্বিক | একমাত্র আদনান চৌধুরী ছাড়া আর বাকি পাঁচজন আমাদের মাধ্যমে ভর্তি ও ভিসা প্রসেস করে এখন কানাডার খ্যাতনামা কলেজে সেনেকায় ! কলেজের অফার লেটার-এ নাকি ভিসা হয় না ……এইসব উদ্ভট সস্তা কথা ঢাকা শহরের অলি-গলিতে ভেসে বেড়ায় !! তাহলে এই পাঁচ সুদর্শন তরুনের ভিসা হলো কিভাবে ?

শা এসোসিয়েটস-এর সবচেয়ে তরুণ অফিসার বাপন সাহার কোনো ম্যাজিক বা কারিশমা ছিল কিনা সেটা ওই পাঁচ উদীয়মান তরুণরাই ভালো বলতে পারবেন ! আমরা সবসময় চাই……যে স্বপ্ন ও আশা নিয়ে কোনো ছাত্র-ছাত্রী একবার আমাদের অফিসে পা রাখবেন , আমরা তার সেই স্বপ্ন পূরণে বদ্ধপরিকর ! চেষ্টার কোনো ত্রুটি রাখি না আমরা …….আমাদের ফাইল সাবমিশন , ডকুমেন্ট প্রেজেন্টেশন ও সার্বিক কমুনিকেশন একজন ছাত্র-ছাত্রীর ফাইল সাকসেসে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেটা আমরা সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কাজ শুরু করি | বাকি সিদ্ধান্ত দূতাবাস বা হাই কমিশনের ভিসা কনস্যুলারের ! আমরা এই পাঁচজন স্টুডেন্টকে আন্তরিক ধন্যবাদ দিতে চাই……আমাদেরকে তাদের ক্যারিয়ার পার্টনার করার জন্যে | ভিসা কনসাল্টেন্ট বাপন সাহা সত্যি একজন ম্যাজিক ম্যান | —- শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment