L O A D I N G

” বিশ্বাসের মূল্য দিতে জানে শা এসোসিয়েটস ….” মেহনাজ সামিয়া বাহার “

কারো প্রতি একটু বিশ্বাস এবং কিছু আশা বেঁচে আছে বলেই পৃথিবীটা এখনো অনেক সুন্দর, অনেক দূর যেতে ইচ্ছে করে | এবং সেই ভালোবাসা ও ভরসার জায়গা থেকে সত্যি সত্যি যাওয়া হয় বটে ! এখনো কিছু মানুষ আছেন , যাঁরা কাউকে বিশ্বাস করার ক্ষেত্রে কোনো রকম চিন্তা না করে অন্ধ লোকের মতো কারো হাত ধরে বিশ্বাস করেই পথ হাঁটেন ! সেই রকম একজন দম্পত্তি ম্যাডাম মেহনাজ সামিয়া বাহার এবং তানিম ভাই ! প্রথম আসলেন ডেনমার্কের গ্রীন কার্ডের জন্য , ওটা বন্ধ হয়ে গেলো ২০১৫ সালে ! তারপর চিন্তা করলেন কানাডার মাইগ্রেশনে আবেদন করবেন , সেটার ও কোটা পূরণ হয়ে গেলো | ম্যাডামের স্বপ্ন গুলু বারবার ধাক্কা খেতে লাগলো | কিন্তু আমাদের চৌকষ অফিসার বাপন সাহা এতো সহজে তানিম ভাইকে ছেড়ে দেবার নন ! ম্যাডামের একটা ফুটফুটে বেবি আছে , তাঁকে নিয়ে নতুন করে মাস্টার প্ল্যান করলেন বাপন সাহা | ম্যাডামকে কানাডাতে একটা মাস্টার্স ডিগ্রী করতে পাঠালে কেমন হয় !
সুন্দর এই প্রস্তাব সানন্দে গ্রহণ করলেন তানিম ভাই ও ম্যাডাম সামিয়া | শুধুই চিন্তা , তিনজনের একসাথে ভিসা হবে তো !!!!! কানাডা থেকে কিছু কুতুব বাঙালী বলেছে ….এভাবে ভিসা হয় না (!!)|

AIUB থেকে EEE নিয়ে গ্র্যাজুয়েশন করা , IELTS-এ ৮.০ পাওয়া মেহনাজ সামিয়া বাহারের প্রোফাইল দেখে কানাডার কনকর্ডিয়া ইউনিভার্সিটি ও কার্লটন ইউনিভার্সিটি এই কৃতি ছাত্রীকে অফার লেটার দিতে বেশি দেরী করেনি ! আর সিঙ্গাপুরস্থ কানাডিয়ান হাই কমিশন ও সঠিক ছাত্রীকে ভিসা দিতে কোনোরকম সংকোচ করেনি, তাও আবার পুরু পরিবার !! তানিম ভাই পেলেন ওপেন ওয়ার্ক পার্মিট ভিসা উইথ বেবি ! ভর্তি এবং ভিসা পেয়ে বাপন সাহার সাথে এ’ধরণের একটা ছবি তুলে আমাদের মধুর অভিজ্ঞতার আলব্যামে রাখা যেতেই পারে !!

বিশ্বাস থাকতেই হবে, কাউকে না কাউকে ভরসা করতেই হবে | ———– শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment