L O A D I N G

কানাডার রয়েল রোডস ইউনিভার্সিটি থেকে গ্লোবাল ম্যানেজেমেন্ট এর উপর মাস্টার্স

চট্টগ্রাম বিশ্ববিদ্যলয়ের মেধাবী ছাত্র মোহাম্মদ জোবায়দুল আলম | বিবিএ এবং এমবিএ কমপ্লিট করে ভেবেছিলেন লেখাপড়া বোধ হয় শেষ | কিন্তু ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে চাকুরী করতে গিয়ে বুঝলেন , এখনো অনেক কিছু জানার বাকি, শেখার বাকি | চারিদিকে শুধুই কম্পিটিশন | যোগ্যতার লেভেল তৈরী করা এতো সোজা নয় | বড় ভাই কানাডার ভ্যানকুভারে থাকেন | উনার পরামর্শ ছিল— কানাডায় এসে একটা মাস্টার্স করে তারপর জব মার্কেটে ঢুকো , নিজেকে সেইভাবে প্রস্তুত করো | সেই উপদেশ মাথায় রেখে জোবায়দুল দেখা করলেন আমার চট্টগ্রাম অফিসের রিজিওনাল ম্যানেজার মনোজিৎ দাশের সাথে | মনোজিৎ ও একই পরামর্শ দিলো | বাড়তি যেটা বললো- সেটা হচ্ছে , কানাডায় একটা মাস্টার্স করার পর এক্সপ্রেস এন্ট্রিতে মাইগ্রেশনের জন্য আবেদন করা যাবে | যখন আপনি এক বছরের পোস্ট ওয়ার্কপারমিট পাবেন, সেই কাগজের পয়েন্ট দিয়ে ইজিলি কানাডার ইমিগ্রেশনে আবেদন করে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া অসম্ভব কিছু নয় | অতএব, সুযোগ থাকলে কাজে লাগাতে সমস্যা কোথায় ?

জোবায়দুল অত্যন্ত চমৎকার ভাবে মনোজিৎকে সহযোগিতা করলেন , কানাডার রয়েল রোডস ইউনিভার্সিটি থেকে গ্লোবাল ম্যানেজেমেন্ট এর উপর মাস্টার্স করতে অফার লেটার পেলেন, ভিসা হলো | এখন শুধু যাওয়ার পালা | বিশ্বের সবচেয়ে সুন্দর , বসবাসের জন্য কানাডার এক নম্বর প্রভিন্স ব্রিটিশ কলম্বিয়াতে জোবায়দুল খুঁজে পাক তার সঠিক রোডস | যাবার আগে আমার সাথে দেখা করে দোয়া চাইলেন জোবায়দুল | আমার নির্দেশ ছিল—- ডোন্ট লস্ট ইওর রোডস ইন কানাডা হোয়াইল ইউ আর গোয়িং টু রয়েল রোডস | — সুপ্রিয় কুমার চক্রবর্তী, সি.ই.ও

Leave a Comment